জয়পুরহাট প্রতিনিধিঃ ‘দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ সফল হবে আন্দোলন’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের তা’লীমুল ইসলাম একাডেমি এন্ড কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক ডা. রেজুয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো: ফখরুল ইসলাম, ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, সাজেদুর রহমান সাজু, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন।

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত