এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাটঃ জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ ও আহতদের কল্যাণার্থে ৯০ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক ও জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন ও জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি আহবায়ক হাসিবুল হক সানজিদ, জুলাই ও গণঅভ্যর্থনে নিহত বিশালের মা বুলবুলি খাতুন, আহত রাজু আহম্মেদ প্রমুখ।
এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে জয়পুরহাট জেলায় শহিদ ও আহত মোট ৯০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আহতদের জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড ৭৭ টি বিতরণ করা হয়। নিহত ৪ জনের পরিবারকে ২ লাখ টাকা, আহত ৮৬ জনের মধ্যে এ ক্যাটাগরির ৪ জনের প্রত্যেককে ৩০ হাজার টাকা, বি ক্যাটাগরির ২ জনের প্রত্যেককে ২৫ হাজার টাকা ও সি ক্যাটাগরির ৮০ জনের প্রত্যেককে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৩৫ লাখ ৭০ হাজার টাকা ও পাঁচবিবির বাগজানা এলাকার আহত যোদ্ধা রতন চৌধুরীকে একটি ল্যাপটপ বিতরণ করা হয়।

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড