‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে জয়পুরহাটে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সিভিল সার্জন ডা. আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল মাহবুব, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র সমন্বয়ক হাসিব হোসেন সানজিদ,শহীদ বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ মেহেদীর মা ফাতেমা বেগম, আহত শিক্ষার্থী শিফা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তাদের স্মৃতি জাতির প্রেরণার উৎস হয়ে থাকবে।”
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আহতদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও আলোচনা হয়।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫
ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীন
রংপুরে টেবিল টেনিস প্রতিযোগিতা’র উদ্বোধন