January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 30th, 2023, 9:13 pm

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ফাইল ছবি

জয়পুরহাটের পৃথক দুটি স্থানে আন্তঃনগর একই ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে সদর উপজেলার তেঘর এবং পাঁচবিবি উপজেলার বাগজানা রেললাইনের ওপর এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুর্গা রানী (৭১) জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার বাসিন্দা। তবে পাঁচবিবির বাগজানাতে মারা যাওয়া ব্যক্তির (৪৬)পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক বৃদ্ধা ওই একই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

—-ইউএনবি