জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন (৫০) নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন কালাই হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক হোসেন পুরানাপৈল রেলগেট পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে সে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে যেহেতু এটি রেলের ব্যাপার সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান