জয়পুরহাট প্রতিনিধিঃ
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তিকে সঠিক কর্মসংস্থানের পথ দেখানোর লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৫’।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সদরের
শহরের হানাইলস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। মেলায় দেশের ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নিয়োগ দেবে।
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক (জয়পুরহাট) এবং প্রবাসী কল্যাণ সেন্টার (নওগাঁ)-এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, কারিগরি দক্ষতা সম্পন্ন এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এই মেলার মূল উদ্দেশ্য। ব্র্যাক, আইএফআইসি ব্যাংক, প্রবাসী কল্যান ব্যাংকসহ দেশের ২০টি প্রতিষ্ঠান মেলায় স্টল প্রদর্শন করে। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করাসহ অন্যান্য বেকার তরুণ-তরুণীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। প্রতিষ্ঠানগুলো সাক্ষাৎকার গ্রহণ এবং তাদের যোগ্যতা যাচাই করে শূন্যপদে নিয়োগ দেবেন।
এ সময় জয়পুরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)র অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০