October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 8:42 pm

 জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৫৮)  নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত ও ৩ জন আহত হয়েছে।

শনিবার  (১৮ অক্টোবর ) দুপুরের  জয়পিরহাটের ক্ষেতলাল উপজেলার কামারগাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল  সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সি পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।

আহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) ও ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন জানান, নাসির হোসেন ক্ষেতলাল পৌর শহরে টিসিবির পণ্য ক্রয় করে মোটরসাইকেল যোগে  নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট-ক্ষেতলাল  সড়কের কামারগাড়ী এলাকায় অপরদিক থেকে আসা  দ্রুতগ্রামী আরেকটি মোটরসাইকেলের  সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাসির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।