May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 1st, 2025, 3:55 pm

জয়পুরহাটে নানা আয়োজনে মহান দিবস পালিত 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহনে জয়পুরহাট রামদেও বাজলা স্কুল থেকে থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ  চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অংশ নেন,  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী,  অতিরিক্ত পুলিশ সুপার  জিন্নাহ আল মামুন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,  আব্দুল ওয়াহাব,  জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত , জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।