April 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 27th, 2025, 11:10 am

জয়পুরহাটে নিখোঁজের দশদিন পর তৃতীয় শ্রেণির  শিশুর লাশ উদ্ধার

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ১০দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) নামের সেই শিশুর  মৃত্যুদেহ উদ্ধার।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার  দিকে নিজ গ্রামের একটি পুকুর  থেকে পুলিশ  তার লাশ উদ্ধার করা হয়।
কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। উপজেলার নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। স্থানীয়দের ধারণা শিশুটিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
শিশুটির পরিবার ও পুলিশ ও  সূত্রে জানা গেছে,  স্কুলছাত্র কাফি খন্দাকার  ও প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন স্কুলছাত্র কাফি খন্দকার। খেলাশেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেননি কাফি। তারপর তার পরিবার থানায় জিডি করে। দীর্ঘ দশদিন নিখোঁজ থাকার পর আজ ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।
শ্যাওলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের গ্রামের কলমের স্ত্রী হাবিবা খাতুন  দুপুরে বাড়ির পাশে পুকুরের কাছ দিয়ে বাসায় যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, সে সময় তখন তাকিয়ে দেখতে পান একটি লাশ,  তখনই সে চিৎকার করে গ্রামবাসীকে ডাকতে থাকেন, এরপর স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিংহ বলেন, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।