October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 5:37 pm

জয়পুরহাটে নিসচা’র নব গঠিত কমিটির অভিষেক

জয়পুরহাট প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো নূর ই আলম হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নব গঠিত কমিটির সদস্যদের মাঝে সংগঠনের আইডি কার্ড তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোরুল হক আনু, জয়পুরহাট বিআরটিএ’র ইন্সপেক্টর রামকৃষ্ণ পোদ্দার, বিসচা’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব হাফিজ, জেলা জামাতের সহকারী সেক্রেটারি  হাসিবুল আলম লিটন, এনসিপি জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু ও রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মানিক।

অনুষ্ঠানের শুরুতেই নিসচা’র সকল সদস্য শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হন।