October 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 7:19 pm

জয়পুরহাটে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগে ব্যস্ত বিএনপি নেতা-কর্মীরা

জয়পুরহাটঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বিএনপির ৩১ দফা কর্মসূচির খবর পৌঁছাতে পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরন করছে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও মনোনয়ন প্রত্যাশীরা। বৃহস্পতিবার থেকে শুক্রবার ও শনিবার জয়পুরহাট-২ আসনের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের গোপিনাথপুর, জামালগঞ্জ বাজার, মুঞ্জাহার বাজার, পাঁচগ্রাম, পুনট বাজার, কালাই বাসস্ট্যান্ড, নিশ্চিন্তা, বটতলি, ইটাখোলা বাজারসহ বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরন করেন জয়পুরহাট- ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম। এসময় তার সাথে ছিলেন কালাই

কালাই থানা বিএনপির আহ্বায়ক জনাব ইব্রাহিম ফকির, যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন, কালাই থানা বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা আনিছুর রহমান  তালুকদার,

নাফসি তালুকদার, পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন, সাংগঠনিক সম্পাদক হান্নান, কালাই থানা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কাফি এবং কালাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনজুমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় কয়েকশ মোটরসাইকেলসহ সাধারণ নেতা-কর্মী ও বিএনপি সমর্থকরা অংশ নেন।

ইঞ্জিনিয়ার আমিনুর এসময় বলেন বিএনপির বিজয় নিশ্চিত করতে দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হয়ে এলাকার বেকারত্ব দূরীকরণ সহ বিভিন্ন সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।