জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি যেনো উৎসবে রূপ নিলো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনভর শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের প্রাঙ্গণে চিকিৎসা নিতে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ।
স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ আয়োজন যেন আশার আলো। চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট ২৫০ জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নেন। শিক্ষার পাশাপাশি সমাজসেবাকে গুরুত্ব দিয়েই নিয়মিত এ ধরনের কার্যক্রম চালানো হবে।
রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সমাজের অসহায়দের জন্য ভবিষ্যতেও আমরা কাজ করে যেতে চাই।”
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) যোগ করেন, “যেখানে মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত, সেখানে অন্তত সামান্য সহযোগিতা দিতে পারলেই আমাদের আয়োজন সফল হবে।”
আরও পড়ুন
ট্রাফিক সচেতনতায় অভিনব উদ্যোগ সিলেটের রাজপথে ফুল হাতে পুলিশ
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন করা আমাদের অন্যতম দাবী : মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম
কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত