July 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:32 pm

জয়পুরহাটে বিলের ঘাটে ‘নিঃশব্দ’ পর্যটন কেন্দ্রের উদ্বোধন

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীর পাড়ে গড়ে তোলা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘নিঃশব্দ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব আফরোজা আকতার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রওনকুল ইসলাম টিপু চৌধুরী এবং প্রকল্প বাস্তবায়নকারী প্রকৌশলী সাদমান আলিফ জয়।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, “তুলশীগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত এই এলাকা পর্যটনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এটি ঘিরে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রটির পরিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।