October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 7:38 pm

জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাট প্রতিনিধিঃ

ডিলার নিয়োগ ও বিপনন নীতিমালা ২০২৫ খসড়া অনুমোদন স্থগিত ও বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিসিআইসি’র সার ডিলাররা। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিএফএ নেতৃবৃন্দ।

ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বেলাল হোসেন মন্ডল,  সুকুমার কন্ডু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, যুগ্ম-সাধারণ সম্পদক মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম, বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু, ইসমাইল হোসেন টুকু ও আব্দুল হাসিব।

মানববন্ধনে বক্তারা কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ৩০-০৯-২০২৫ইং তারিখে সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যমান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণে দাবি জানিয়েছেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমাদেন বিএফএ এর নেতৃবৃন্দ।