November 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 15th, 2025, 8:23 pm

জয়পুরহাটে মনোনয়ন পরিবর্তন চেয়ে ৫ শতাধিক অটোরিকশায় রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ নভেম্বর,

জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে ৫ শতাধিক ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশাতে ধানের জমিতে দাড়িয়ে থাকা ব্যক্তির রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন করেছে চালকরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চিনিকল রোড থেকে শোডাউনটি বের হয়ে হিচমী বাজার পর্যন্ত গিয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।

ফেস্টুনে দেখা যায়, ধানের জমিতে এক ব্যক্তি দাড়িয়ে রিভিউ আবেদন করছেন। তার নিচে লেখা রয়েছে ‘পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন’।

জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। সেই মনোনয়নকে কেন্দ্র করে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের সমর্থকরা।