জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ট্রেনের এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলার অভিযোগ জয়পুরহাট স্টেশনের বুকিং সহকারী মুনিরুল করিম ওরফে মুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (পশ্চিম) বরাবর অভিযোগ দায়ের করেন জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুর রাজ্জাক আকন্দ।
অভিযোগ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টায় জয়পুরহাট রেলস্টেশন হতে ঈশ্বরদী দ্রুতযান ট্রেন যোগে যাওয়ার জন্য জয়পুরহাট স্টেশনে যান জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুর রাজ্জাক আকন্দ। তখন কাউন্টারে টিকিটের মূল্য এবং টাকা খুচরার বিষয়কে কেন্দ্র করে দায়িত্বরত বুকিং সহকারী মুনিরুল করিম (মুন) তাকে জোর পূর্বক কাউন্টারের ভিতরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলেন। এসময় তার ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও পকেটে থাকা ত্রিশ হাজার টাকা হারিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, তিনি (মুনিরুল করিম ওরফে মুন) সব সময় যাত্রীদের সঙ্গে দূর্ব্যবহার করেন এবং টিকিটের টাকা বেশী দাবী করেন ও টিকিট কালো বাজারীর সঙ্গে জড়িত।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের জিএম আবদুল আউয়াল ভুইয়াঁ মুঠোফোনে সাংবাদিকদের জানান, ইতিমধ্যে ই-মেইলে একটি অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সেকশনে অভিযোগ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, কৃষি প্রণোদনা নিয়েও তীব্র ক্ষোভ
তারেক রহমান অচিরেই টাঙ্গাইল-৫ আসনের প্রার্থিতা ঘোষণা করবেন: টুকু
মালয়েশিয়ায় শ্রমিক থেকে শিল্পপতি হলেন নাসিরনগরেল কৃতি সন্তান হাফেজ হুসাইন আহমাদ