জয়পুরহাট প্রতিনিধি:
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ তিনটি দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সেখানে উল্লেখ করা দাবিগুলো হলো- মাইলস্টোন কলেজে নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ; প্রতিটা শিক্ষার্থীর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান; বিবেকহীন ও মনুষত্বহীন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ করতে হবে।
এর আগে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অবস্থান কর্মসূচী করা হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের জন্য ডিসির কাছে তা প্রদান করা হয়।
অবস্থান কর্মসূচীতে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এইচএসসি পরীক্ষার্থী মইনুল হাসান রিসালাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হোসেন তুষার, মোহাম্মদ নাফিস ওয়াজ জাহিন ফুয়াদ এবং শাকিব মাহমুদ প্রমুখ।
এসময় বক্তব্যরা বলেন, এইচএসসি ২৫ ব্যাচের ওপর নতুন নতুন নিয়ম করছে শিক্ষা উপদেষ্টা। দেশে যখন মর্মান্তিক একটা বড় দুর্ঘটনা ঘটলো তখন তিনি পরেরদিন পরীক্ষা চলার সিদ্ধান্ত দেন। পরবর্তীতে রাত ৩টার দিকে সিদ্ধান্ত আসে যে পরীক্ষা স্থগিত। সারাদিন একটা ট্রমার মধ্যে থাকার পরে রাত ৩টায় আবার একটা ট্রমার মধ্যে পড়ে যাই। অনেকে সেই তথ্য না পেয়ে পরীক্ষা কেন্দ্রেও গেছে। এমন কর্মকাণ্ডের জন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে চাই না। আমরা তার পদত্যাগ চাই।
ডিসি (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। এটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে বলে জানান তিনি।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
ফুলতলা-ডুমুরিয়ার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ
দাকোপে পথসভায় ডা. শফিকুর রহমানঅনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল
সাভারে দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ভেকুচালককে ছাত্রদল কর্মী বানিয়ে সংবাদ সম্মেলন