July 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 28th, 2025, 5:35 pm

জয়পুরহাটে সেনাবাহিনীর ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ: এক দিনে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলেন ১০০০ জন

এস এম শফিকুল ইসলাম,জয়পুরহাটঃ

দেশপ্রেম, মানবিকতা ও সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে

জুলাই পূর্নজাগরণ উপলক্ষে জয়পুরহাটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় একদিনের বিশেষ ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন।

বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকেই ভিড় জমে স্থানীয় দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের। সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা  পর্যন্ত প্রায় বিভিন্ন বয়সের শিশু ও নারী-পুরুষ মিলে প্রায় ১০০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এই ক্যাম্পটি শুধু চিকিৎসা সেবার আয়োজন ছিল না এটি ছিল এক মানবিকতার স্পর্শ। অনেকেই এসেছেন দীর্ঘদিনের অসুখ নিয়ে, কেউ এসেছেন সন্তানকে নিয়ে, কেউ বা এসেছেন ঔষধ কেনার সামর্থ্য না থাকায়। এখানে তারা পেয়েছেন শুধু ওষুধ নয়, পেয়েছেন অভিজ্ঞ চিকিৎসকের মনোযোগ, আন্তরিকতা ও সহানুভূতি।

চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন লে. কর্নেল এ. কে. এম রাশেদ উল হাসান (ডিও, এফসিপিএস)। তাঁর সঙ্গে ছিলেন মেজর মোঃ খাদেমুল হাসান রাজন (সার্জারি বিশেষজ্ঞ), মেজর মেরিয়া মুনমুন (মেডিসিন), মেজর তারকা (চর্ম ও যৌন রোগ), মেজর ফারহানা সুলতানা (সিভিল চিকিৎসক), ডা. সালেহ আহমেদ (এমবিবিএস) এবং ক্যাপ্টেন সাদিয়া ইসলাম (মেডিক্যাল অফিসার)। সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মোঃ রকিব উদ্দিন।

চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর প্রশংসা। এক বৃদ্ধ বলেন, এমন দিনে সেনাবাহিনীই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। টাকা ছাড়া এত ভালো চিকিৎসা পাওয়া যাবে এটা ভাবতেই পারিনি। এক নারী বলেন, ঔষধ কিনে খাওয়ার সামর্থ্য ছিল না। আজ বিনা খরচে সব পেয়েছি। চিকিৎসকের ব্যবহারও খুব ভালো ছিল।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের জনকল্যাণমুখী চিকিৎসা সেবা আগামীতেও দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লেফটেন্যান্ট কর্নেল রকিব উদ্দিন মজুমদার বলেন, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৭জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্ম রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা ও ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।