January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 30th, 2024, 2:03 pm

জয়পুরহাটে ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ২০০ ভরি ওজনের ২০টি স্বর্ণের (প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের) বার ভারতে পাচার চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার উঁচনা এলাকায় স্বর্ণসহ তাদের আটক করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে বিজিবি আটক উপজেলার উঁচনা গ্রামের আব্দুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পুকে থানায় সোপর্দ করলে একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন জয়পুরহাট- ২০ বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে জয়পুরহাট-২০ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, সীমান্ত পিলার ২৮১/৩২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উঁচনা মান্নানের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে আব্দুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পু নামে ২ পাচারকারীকে ২০টি স্বর্ণের বারসহ আটক করা হয়। (যার ওজন-১৯৯ ভরি ১২আনা ২রতি।)

এ সময় পাচারকারীদের একটি মোটরসাইকেল সীমকার্ডসহ দুইটি ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাতে আটক পাচারকারীদের পাঁচবিবি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

—-ইউএনবি