May 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 5th, 2025, 4:29 pm

জয়পুরহাটে ২ দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সদস্যরা।
সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি আবু সায়েদ, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকারসহ অন্যরা।
বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই আমরা  দুই ঘণ্টা কর্মবিরতি পালন করলাম। এর পরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।