October 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 23rd, 2025, 6:04 pm

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যাটালিয়ন ক্যাম্পিং শুরু হয়েছে।

জয়পুরহাট সরকারি কলেজ মাঠে ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত ৭দিনব্যাপী ক্যাম্পে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩শ জন বিএনসিসি ক্যাডেট (ছাত্র-ছাত্রী) অংশ নিয়েছে।

বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তর মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ গোলাম কবির, পিএসসি, বীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর মাশকুরুর রহমান রওনক, পিএসসি, জি, ব্যাটালিয়ন কমান্ডার ২/লেঃ কাজী ইমরুল কায়েস বিএনসিসিও, লেঃ আবু রেজা আমিনুর রহমান, কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুল ইসলাম প্রমুখ। ক্যাম্পে ১০ জন সামরিক প্রশিক্ষক দায়িত্ব পালন করছেন।

৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কাজী ইমরুল কায়েস জানান, ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মনির্ভরশীলতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন।