July 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 16th, 2025, 4:46 pm

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে অগ্নিকাণ্ড, দুই দিনের ছুটি ঘোষণা

জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটে বৈদ্যুতিক টুলস বক্সে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় এনে ইনস্টিটিউট কর্তৃপক্ষ ১৬ ও ১৭ জুলাই দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাশেই অবস্থিত জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্টাফরা প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ঘটনার সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক ও ইনস্টিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর আকলিমা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আকলিমা খাতুন বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীরা ভীত হয়ে পড়ে। তাদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে সাময়িকভাবে

ইনস্টিটিউটে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট