April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 21st, 2025, 11:04 am

জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
রোববার (২০ এপ্রিল) সকালে জয়পুরহাট পৌরসভার অধীন ব্যবসায়ীরা  দোকান পাট বন্ধ করে কমপ্লিট সাটডাউনের মাধ্যমে রেলগেইট এলাকা থেকে  বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এসময় বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার নিয়ন্ত্রণাধীন সকল মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান বাবু, উপদেষ্টা শাহজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনে ব্যবসা প্রতষ্ঠানে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে পৌরসভার কর্তৃপক্ষ কয়েকগুন ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন।
এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।