সিলেট সিটি নির্বাচনের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান বলেছেন যে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
বুধবার পাঠানটুলায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সিলেট নগরবাসী বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করবে।
তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
আনোয়ারুজ্জামান বলেন, ‘আমি যদি নির্বাচনে জিততে না পারি, তাহলে যে বিজয়ী হবে তাকে অভিনন্দন জানাব এবং ফুল নিয়ে তার বাড়িতে যাব।’
তিনি পাঠানটুলার অন্যান্য ভোটকেন্দ্রও পরিদর্শন করেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
—-ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব