August 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 1:50 pm

জয়ের যুক্তরাষ্ট্রের দুই বাড়ির তথ্য চেয়ে দেশটিতে এমএলআর পাঠাবে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের দুই বাড়ির তথ্য চেয়ে দেশটিতে এমএলআর পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ আগস্ট) দুদক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জয়ের দুটি বাড়ির সুনির্দিষ্ট সন্ধান পেয়েছে দুদক। এ দুটি বাড়ির তথ্য আয়কর নথিতে গোপন করেছেন তিনি। এ ছাড়া জয়ের আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের মালিকানার তথ্য রয়েছে দুদকের কাছে, যা নিয়ে কাজ করছে সংস্থাটি।

দুদকের তথ্যমতে, জয় ভার্জিনিয়ার গ্রেট ফলসের পার্কার হাউস ড্রাইভের ১০৪১১ নম্বর এবং ফলস চার্চের বেলমানার কোর্টের ৩৮৪৭ নম্বর বাড়ির মালিক।

২০২৪ সালের ২৭ জুন ও ২০১৪ সালের ৫ মে কেনা বাড়ি দুটির বাজারমূল্য দুদকের হিসাবে ৫৩ কোটি টাকার বেশি বলে জানায় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

দুদকের একটি অনুসন্ধান দল এর আগে ঠিকানাসহ বাড়ি দুটির সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করেছিল। পরে তা অনুমোদন হয় কমিশনে।

সিদ্ধান্ত হয়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদালতে জয়ের বাড়ির বিষয়ে তথ্য পাঠাবে দুদক। যুক্তরাষ্ট্র সরকার ওই তথ্যের ভিত্তিতে বাড়ি দুটি জব্দ করতে পারে।

জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের মালিকানার তথ্য রয়েছে বলে জানায় দুদক। এগুলো নিয়ে তদন্ত করছে দুদকের একাধিক দল।