অনলাইন ডেস্ক :
আমেরিকার জনপ্রিয় মডেলদের মধ্যে বর্তমান সময়ে জিজি হাদিদ অন্যতম। একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র্যাম্পে হাঁটা হয়েছে তার। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে অংশগ্রহণ করেছিলেন জিজি। সেই উপলক্ষেই ছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফেরার সময়ে গাঁজা-সহ বিমানবন্দরে ধরা পড়েন জিজি। সঙ্গে ছিলেন তার খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি। ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয় জিজি হাদিদ ও তার বন্ধুকে। যদিও তাদের কাছে খুব কম পরিমাণেই মাদক ছিল বলে মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যান তারা।
এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন সুপারমডেল। ইদানিং ব্যক্তিগত জীবনের কারণে একাধিক বার চর্চায় উঠে এসেছে জিজির নাম। হলিউডে কানাঘুষো, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। যদিও প্রেমের কথা কখনও স্বীকার করেননি জিজি বা লিও কেউই। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গেও বছর ছয়েক প্রেমের সম্পর্কে ছিলেন জিজি।
আরও পড়ুন
ফারুকী, সেলিম, রাফি, হিমেলসহ আলোচিত ৮ পরিচালক
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা