January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 20th, 2025, 3:48 pm

জরুরি ফাইল ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করা যাবে

অনলাইন ডেস্ক:
ফোনে এখন নিজেদের দরকারি যত তথ্য, ছবি সবই স্টোর করেন সবাই। এছাড়া অসংখ্য অ্যাপ ব্যবহার, বড় বড় ফাইল জমা রাখার ফলে কয়েকদিনেই স্টোরেজ ভরে যায়। এরপর ফোন হ্যাং হয়ে যাওয়া, গতি কমে যাওয়া, কোনো কিছু ডাউনলোড করা যায় না এবং সবচেয়ে বড় সমস্যা একটু পর পর স্টোরেজ ফুল নোটিফিকেশন।

ফোনের কোনো কিছু ডিলিট না করেই ফোনের স্টোরেজ খালি করতে পারবেন সহজেই। আসুন জেনে নেওয়া যাক উপায়গুলো-

>> সবারই গুগল অ্যাকাউন্ট রয়েছে। গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে ১৫ জিবি পর্যন্ত ডাটা সঞ্চয় করতে পারে। এই গুগল অ‍্যাকাউন্টকে কাজে লাগান।

>> এছাড়া গুগল ফটোস, অনড্রাইভ বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলোতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারেন। এতে ফোনের স্টোরেজ অনেকটাই কমে যাবে।

>> ফোনের মেমরি অকারণে অনেকখানি বাড়িয়ে দেয় কুকিজ। ফোনে অনেক অ্যাপ ক্যাসে এবং কুকিজ সঞ্চয় করে। এই ফাইলগুলো সময়ের সঙ্গে সঙ্গে জমা হয় এবং ফোনের মেমরি পূরণ করতে পারে।

>> ফোনের সেটিংসে গিয়ে ক্যাশে এবং কুকিজ ডিলিট করে দিন। ফোনের স্টোরেজ অনেকখানি বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও কিছুই ডিলিট করতে হবে না।

>> অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিও, অডিও বা অন্যান্য ফাইল ডাউনলোড করে। আপনি এই অ্যাপগুলোর সেটিংসে গিয়ে অটো-ডাউনলোড বন্ধ করতে পারেন। এটির সাহায্যে, ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না এবং ফোনে জায়গা থাকবে।

>> হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে অনেকগুলো মিডিয়া ফাইল প্রায়ই সংরক্ষিত হয়ে থাকে। দরকার ছাড়া যে ফাইলগুলো রয়েছে সেগুলো ফোন থেকে এই ফাইল মুছে ফেলতে পারেন। এটি আপনাকে আপনার ফোনের স্টোরেজ খালি করতেও সাহায্য করবে।

>> স্মার্টফোনে যদি একটি এসডি কার্ড স্লট থাকে, তাহলে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ ডাটা এসডি কার্ডে স্থানান্তর করতে পারেন। আপনি কিছু ক্লিনার অ্যাপও ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো ফোনের মেমরি স্ক্যান করে এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে দেয়।