January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 4th, 2021, 11:55 am

জলবায়ু সহনশীলতা বাড়াতে সহয়তা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু সহনশীলতা নির্মাণে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার কপ-২৬ এর সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন এ বার্তা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।’
তিনি বলেন, উভয় প্রধানমন্ত্রীই দু’দেশের মাঝে সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং তারা প্রধানত জলবায়ু সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দেন।
এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ বাংলাদেশকে সহযোগিতা করবে বিশেষ করে জলবায়ু সহনশীলতা গড়া ও রোহিঙ্গা প্রত্যাবাসনে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জলবায়ু ভালনারেবল দেশ এবং অস্ট্রেলিয়াও বিভিন্ন চরম জলবায়ু দুর্যোগের মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে সহনশীলতা গড়তে উভয় দেশ নিবিড়ভাবে কাজ করতে পারে।’
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে একটানা সহযোগিতা করে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দেন তিনি।
২০১৭ সাল থেকে মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আরও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

ইউএনবি