অনলাইন ডেস্ক :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার পরিমাণ দ্বিগুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি। তিনি জানান, ২০২৪ সাল নাগাদ প্রতিবছর এক হাজার ১৪০ কোটি ডলার সহায়তা দিতে কংগ্রেসের সঙ্গে কাজ করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সবচেয়ে ভালো অংশটি হলো এই উচ্চাকাক্সিক্ষ বিনিয়োগ কেবল জলবায়ুর নীতির জন্যই ভালো নয়, এটা আমাদের প্রত্যেক দেশের নিজের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা সুযোগ।’ উন্নয়নশীল দেশগুলো বরাবরই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোর কাছে আর্থিক সহায়তা চাইছে। জীবাশ্ম জ¦ালানির ব্যবহার এড়িয়ে দ্রুত গ্রিন এনার্জি গ্রহণ এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর উদ্যোগ শক্তিশালী করতে এই সহায়তা চাওয়া হচ্ছে। বাইডেনের প্রতিশ্রুতিকে অনেকেই স্বাগত জানাচ্ছেন। তবে সমালোচকরা বলছেন, এই প্রতিশ্রুতি এখনও যথেষ্ট নয়।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম