অনলাইন ডেস্ক :
সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে ঘটনার সূত্রপাত হয়। তার পূর্বের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ নজরুল সাহেব জিজ্ঞাসা করলে সেজান জানায় সে আগাগোড়া একজন কবি। পূর্বেও কবি ছিল বর্তমানেও কবি। নজরুল সাহেব বিরক্ত হয়ে জীবন বৃত্তান্ত ছিঁড়ে ফেলেন। রাগান্বিত স্বরে বলেন তার অফিসে কবির চাকরি নেই। এর পরেই ঘটতে থাকে নানান ঘটনা। এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ‘কবি’ নামের একক নাটক। নাটকটি নির্মাণ করেছেন জহির খান। রচনা করেছেন আজম খান। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, মৌসুমী হামিদ, সোহেল খান, আহসান হাবিব, নাসিম, তন্ময়া তানিয়া প্রমুখ। কবি নাটকটি চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নুরুন্নবী তরুণ। নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত-জীবনের বাস্তব কিছু ঘটনাবলির সংযোজনে নির্মিত হয়েছে কবি। নাটকটি খুব শীঘ্রই এনটিভি টিভি চ্যানেলে প্রচারিত হবে।’
আরও পড়ুন
চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন
বলিউড অভিনেতার সঙ্গে তানজিন তিশা
উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধে নির্দেশ, শিল্পীদের ক্ষোভ