September 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 11th, 2025, 1:46 pm

জাকসুর দুই হলে ভোট গ্রহণ বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দুই হলে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভোটাররা। এতে শহীদ তাজউদ্দিন আহমেদ হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ভোট বন্ধ করা হয়ে পড়ে।

প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পরে তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ পুনরায় চালু হলেও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীরা জানিয়েছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের ১২ টা থেকে প্রায় ১ ঘণ্টা ধরে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। মূলত  ভোটের পর আঙ্গুলে কালির দাগ না দেওয়া এবং ভোট কারচুপির অভিযোগ বেলা ১২টার দিকে তুলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ও তার সমর্থকেরা হলেশ প্রবেশ করে। এসময় এ নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে তাদের তর্ক হয়। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ছাত্রীরা এতে প্রতিবাদ করেন। এসব ঘটনা পরিপ্রেক্ষিতে ওই  কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এসময় এক সংবাদ কর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জানান, শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় প্রায় ২০ মিনিট বন্ধ থাকে।  মূলত ইনডেক্স কার্ড ও আইডি কার্ড সংশ্লিষ্ট জটিলতায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

এ বিষয়ে হল প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

 

এনএনবাংলা/