বিশ্ব পরিচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক আসছে নভেম্বরে একটি দাতব্য ইসলামিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়—এমন আশা করছে তারা।
গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে।”
স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী ২৮ ও ২৯ নভেম্বর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হতে পারে ডা. জাকির নায়েকের এই অনুষ্ঠান।
৬০ বছর বয়সী এই বক্তা ২০১৬ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন। নরেন্দ্র মোদির সরকারের আমলে তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ ও অর্থপাচারের মামলা হয়। একইসঙ্গে তার প্রতিষ্ঠিত Peace TV-এর সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
জাকির নায়েক বলেছেন, ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি ভারতে ফিরবেন না। ফলে মালয়েশিয়ায় থাকার কারণে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পরে যে, ২০১৬ সালের ঢাকার হলি আর্টিজান হামলার পর খবর প্রকাশিত হয় যে অন্তত দুই হামলাকারী জাকির নায়েকের বক্তব্য থেকে ‘অনুপ্রাণিত’ ছিল। সে সময় বাংলাদেশ তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।
তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বলেই জানা গেছে। এমন প্রেক্ষাপটে নভেম্বরে ঢাকায় আসছেন জাকির নায়েক, আর নয়াদিল্লি আশাবাদী—ঢাকা এবার তাকে ভারতের হাতে তুলে দেবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর সময় লাগে: গভর্নর
অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি
এবার গুলশান থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী