December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 24th, 2022, 8:12 pm

জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি, ভারতকে কাতার

অনলাইন ডেস্ক :

আলোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে কাতার। এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর গত বুধবার কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতকে এই তথ্য নিশ্চিত করেছে দোহা। খবর হিন্দুস্তান টাইমস’র। দোহা বলছে, সরকারিভাবে আমন্ত্রণ জানিয়ে জাকির নায়েককে অনুষ্ঠানে নেওয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে টিকিট কেটে সেখানে উপস্থিত হয়ে থাকতে পারেন। তৃতীয় কোনো দেশ জাকির নায়েক সংক্রান্ত মিথ্যাচার ছড়িয়ে দিল্লি-দোহা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করেছে কাতার। এর আগে, ভারত কাতারকে জানিয়েছিল, জাকির যদি সরকারিভাবে আমন্ত্রণ পেয়ে থাকেন, তবে ভারতও তার প্রতিনিধিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাবে না। ভারতের প্রতিনিধি হিসাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তবে কাতার সফর কাটছাঁট করে তার পরদিনই দেশে ফিরে আসেন তিনি। আবার কাতার বিশ্বকাপে জাকির নায়েকের উপস্থিতির কারণে ভারতে এ বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন এক বিজেপি নেতা।