অনলাইন ডেস্ক :
জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে হত্যার দায়ে অভিযুক্ত ৫১ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন কঙ্গোর আদালত। ২০১৭ সালে সুইডিশ জায়েদা কাতালান এবং মার্কিন নাগরিক মাইকেল শার্পকে হত্যায় এই রায় দেন কঙ্গোর সামরিক আদালত। সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প ২০১৭ সালের মার্চে কাসাই অঞ্চলে পরিদর্শনে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়েছিলেন তারা। এ সময় অস্ত্রধারীরা রাস্তার পাশে তাদের গাড়ি থামিয়ে দেয়। নিখোঁজের ১৬ দিন পর ২৮ মার্চ এক গ্রামে তাদের মরদেহ পাওয়া যায়। মানবাধিকার এবং কূটনীতিককে হত্যার ঘটনায় সেই সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাদের হত্যার পেছনে জড়িত থাকায় অনেকের বিচারকাজ চলে আসছিল গত চার বছরের বেশি সময় ধরে। হত্যাকা-ের পেছনে কঙ্গোর সশস্ত্র সন্ত্রাসী দল কামুইনা নাসাপু জড়িত রয়েছে বলে অভিযোগ কঙ্গো সরকারের। ২০১৭ সাল থেকে কঙ্গোয় সহিংসতায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি