August 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 15th, 2025, 6:41 pm

‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আ. লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ

‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকালে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “বাংলাদেশ জনগণের, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি, কিন্তু আমরা তার শাসনের অধীনে প্রকাশিত জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি।”

তিনি বলেন, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছিল, ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান আরোপ করা হয়েছিল, এবং লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগ মুজিব পূজা এবং মুক্তিযুদ্ধ পূজাকে একটি রাজনৈতিক মূর্তি পূজায় পরিণত করেছে, যা জনগণের ওপর অত্যাচার এবং দেশকে লুট করার জন্য ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, এটি গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারতন্ত্র ছাড়া আর কিছুই ছিল না।

নাহিদ ইসলাম মনে করেন, ‘মুজিববাদ’ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ, যার মাধ্যমে জোরপূর্বক গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন এবং দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। তিনি আরও বলেন, এই আদর্শের মাধ্যমে ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘু ভূমি দখল করা হয়।

তিনি বলেন, “জাতির পিতা শিরোনাম ইতিহাস নয়, বৈষম্যকে চুপ করে রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগ তৈরির একটি ফ্যাসিস্ট হাতিয়ার।” তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশ সব নাগরিক সমান, আর কোনো একক ব্যক্তিই তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না।”

২০২৪ সালের গণঅভ্যুত্থান এই ‘জমিদারিকে’ ধ্বংস করে