প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল হয়েছে।
তিনি বলেন,‘সার্বিক বিবেচনায় আমি মনে করি এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল।’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে তার সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে তিনি এ দাবি করেন।
শেখ হাসিনা বলেন, এবারের সমাবেশে বাংলাদেশ সকল গুরুত্বপূর্ণ বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
তিনি বলেন, ‘এটি বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।’
তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ স্বার্থের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করবে।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন এবং ২৪ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে যান।
শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক