নিউজ ডেস্ক:
শিক্ষাজীবনে ছাত্রদলের রাজনীর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ব্যাংকে (সরকারি ও বেসরকারি) কর্মরত অফিসারদের সমন্বয়ে গঠিত হয়েছে “জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ।
শুক্রবার (১৫/১১/২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বট তলায় পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটির আহবায়ক হয়েছেন মো: ইকবাল হোসেন (জনতা ব্যাংক), যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম (রূপালী ব্যাংক), যুগ্ম আহবায়ক ইদ্রিস মিয়া (সোনালী ব্যাংক), যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম (অগ্রণী ব্যাংক) এবং সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান ( সোনালী ব্যাংক)।
আহবায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন
ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রূপায়ণ সিটিতে গজলের সুরে মুগ্ধ অতিথিরা
সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডির প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম