রংপুর ব্যুরো: জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রংপুরে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ অফিস থেকে শোভা য়াত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে আদালত ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ জেলা ও আইনগত সহায়তা প্রদান কমিটি চেয়ারম্যান, ফজলে খোদা মোঃ নাজির,এতে বক্তব্য রাখেন সরকারি কৌঁসুলি (পিপি), মো: আফতার হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার, রংপুর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অক্ষম, নির্যাতিত ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। এ উদ্যোগের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দ্বন্দ্ব নিরসন এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করছে। বক্তারা আইনি সহায়তার পাশাপাশি মানবিক উদ্যোগ যেমন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিচারক, আইনজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকরা জানান, রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়, এ চিন্তা থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে জাতীয় আইন সহায়তা পরিষেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্রও বিতরণ করা হয়।
আরও পড়ুন
সহিংসতার দিকে যাচ্ছে সিলেটের শ্রমিকদের আন্দোলন
রোটাবর্ষের শুরুতে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের শতাধিক গাছের চারা বিতরণ
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরশনে প্রস্তুতি সভা