November 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 13th, 2025, 7:38 pm

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার

 

রাজধানীর হাইকোর্টের সামনে সড়ক থেকে এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের বিপরীত পাশে একটি গাছের নিচে রাখা দুটি ড্রাম থেকে মরদেহটি পাওয়া যায়।

ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি একজন পুরুষের। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

ওসি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কে বা কারা লাশটি সেখানে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল ঘটনাস্থল ও আশপাশে কাজ শুরু করেছে।

এনএনবাংলা/