December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 17th, 2025, 1:34 pm

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ৩০০ আসনে প্রার্থী দেবে, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিল নতুন নির্বাচনী জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’। জোটের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায়, গুলশান অ্যাভিনিউ, ঢাকায়।

জাতীয় পার্টির (একাংশ) দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রন্টে অন্তর্ভুক্ত সকল রাজনৈতিক দলের যারা প্রার্থী হতে আগ্রহী, তাঁরা জীবনবৃত্তান্ত সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকবেন।

গত ৯ ডিসেম্বর ঢাকা একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ গঠনের ঘোষণা দেয়া হয়। জোটে ১৮টি দল রয়েছে, যার মধ্যে ৬টির নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন রয়েছে।

এনডিএফের প্রধান উপদেষ্টা হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, সভাপতি হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, এবং প্রধান মুখপাত্র হন এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার জোটের প্রধান সমন্বয়ক হিসেবে নিযুক্ত হয়েছেন।

এনডিএফের শরিক দলগুলো হলো: জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি এবং গণ আন্দোলন।

এনএনবাংলা/