জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
বিএনপির অবস্থান পরিষ্কার — নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, দুটি ব্যালটের মাধ্যমে। এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিনই দুই ব্যালটে ভোট গ্রহণ হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ঐ সুপারিশে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় সংসদ নির্বাচনের আগে বা ওই নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে।
এই প্রসঙ্গে আমীর খসরু বলেন, আমাদের অনেকগুলো রেকমেন্ডেশন ছিল যেগুলোতে ঐকমত্য হয়নি। কিছু বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সমাধান খোঁজা হবে। কিন্তু ঐকমত্যের বাইরে গিয়ে কে কী প্রস্তাব বা সুপারিশ দিচ্ছে, সেটি তাদের বিষয়। বিএনপির কোনো আপত্তি নেই, তবে ঐকমত্যের বাইরে গিয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। যেহেতু বিএনপি ঐ বিষয়ে ঐকমত্যে নেই, তাই সেদিকে যাওয়ারও কোনো সুযোগ নেই।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা
ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব
এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত