December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 6:12 pm

জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের ‘অপ্রয়োজনীয়’ বিদেশ সফর নিষিদ্ধ

 

সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় সম্প্রতি এই সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, আগের জারি করা বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশে যাচ্ছেন এবং একসঙ্গে অনেক কর্মকর্তা বিদেশ সফরে গমন করছেন। এ ধরনের ঘটনা আগের নির্দেশনার পরিপন্থী।

এ পরিস্থিতিতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনের আগে একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশ সফরে যাবে না। পরিপত্রে এই নির্দেশনা মেনে চলার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনার কপি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার একান্ত সচিবদের কাছে।

এনএনবাংলা/