October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 9:50 pm

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল

 

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় প্রস্তুতিমূলক কার্যক্রমে গতি আনতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও, এমনকি অফিস সময় শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে উপস্থিত থাকতে হবে।

ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় কমিশন। সে অনুযায়ী প্রস্তুতিমূলক সব কার্যক্রম জোরদার করা হয়েছে।

একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তুতি যেমন ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোটার তালিকা হালনাগাদ, লজিস্টিক সহায়তা নিশ্চিতকরণ ইত্যাদি দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে। তাই কর্মকর্তাদের ছুটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এনএনবাংলা/