January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 7th, 2024, 12:50 pm

জাতীয় নির্বাচন ২০২৪: নরসিংদী-৪ আসনের কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বাতিল

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, বেলাবো উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, ব্যালটে সিল দেওয়ার অভিযোগে ভোট বাতিল করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের বয়কটের মধ্যেই ভোটগ্রহণ চলছে।

দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকেবিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

—-ইউএনবি