জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের ‘প্রোটেকশন’ দেওয়ার কাজ বিএনপির নয়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুহুল কবির এসব কথা বলেন।
ওই সভার আয়োজন করে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’। এর আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী বলেছিলেন, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির।
শামীম পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই। এখনও তো সুষ্ঠু নির্বাচন হয়নি। আপনি (শামীম) কিসের দায় দায়িত্বের কথা বলছেন? বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন? আপনারা কারা? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরুসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন। তখন জাতীয় পার্টি কোথায় ছিল?
রুহুল কবির রিজভী বলেন, ‘কে রাজনীতি করবে, আর কে করবে না; এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না। উশৃঙ্খলায় বিশ্বাসী নয় বিএনপি।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিল না। সেই নির্বাচনে যাবো না, যাবো না করতে করতে আপনারা (জাতীয় পার্টি) গেলেন। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর, প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। বিএনপি নির্বাচনে আসুক, সেটা শেখ হাসিনা চাননি। সেদিন জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে?
উল্লেখ্য, গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী দাবি করে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
এনএনবাংলা/
আরও পড়ুন
বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা
জলবায়ুসংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি: সৈয়দা রিজওয়ানা হাসান