বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি চলাকালে রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে।
ইউএনবির বিশেষ সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, ‘সর্বাত্মক অসহযোগের’ পক্ষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করছে পেশাজীবী পরিষদ।
দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে পুলিশ সুপ্রিম কোর্ট এলাকা থেকে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানায় পেশাজীবী পরিষদের সদস্যরা।
এক পর্যায়ে আন্দোলনকারীরা আশেপাশের গলিতে অবস্থান নেয় এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১০০ জন আহত হয়।
পরে বিক্ষোভকারীরা মেট্রোরেল স্টেশনের নিচে রাস্তায় টায়ার ও অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ছে বলে অভিযোগ করেন পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি।
পুলিশের হামলায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলেও জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল, মোটরসাইকেল ভাংচুর
রাজশাহী শহরের নিজ বাসা থেকে অপহ্নত নারী চিকিৎসকে পাবনা সদর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে উদ্ধার, চার অপহরণকারী গ্রেফতার
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব