November 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 8th, 2025, 5:56 pm

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া):

যথাযথ মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে   বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা  বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট চত্বরে  সমবেত হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলাদল,জাসাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা  ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ মহুমহু শ্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে তোলে। প্রায় সহস্রাধিক দলীয় নেতৃবৃন্দ ফেষ্ঠুন ও ব্যানার নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট চত্বরে আলোচনা সভায় যোগ দেন। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কেএম খালেদের

সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী  ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এসময় তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি। ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন। এদিনে সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পট পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়ার নেতৃত্বে দেশ গঠনে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি ।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শামসুল হক লিটন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ  আইয়ুব খান,মো: নজরুল ইসলাম,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী মো: তারেক মিয়া,সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো আবদুল কাদির,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম ভূইঁয়া,সহ- সাংগঠনিক সম্পাদক  এডভোকেট আরাফাত উল্লাহ, প্রবাসী কল‍্যান সম্পাদক  সাবেক ছাত্রদল নেতা আবুল হাসান চৌধুরী, প্রচার সম্পাদক আজগর আলী,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার,বিএনপি নেতা আজদু মেম্বার,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, হাজি তিতন ফকির,শেখ জিল্লুর রহমান, সার্জেন্ট সফিকুল ইসলাম, সোহরাব খান, হাজী বিল্লাল মিয়া,আসাদ উল্লাহ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আবু সারোয়ার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল আহমেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,জেলা নবীন দলের সাধারন সম্পাদক শাহজাহান চকদার,উপজেলা ওলামা দলের সভাপতি  মাওলানা মাজহারুল করীম,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার, উপজেলা  শ্রমিকদল নেতা  এমরান মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আবদুল বাক্কী,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ,সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ভুইয়া,কলেজ ছাত্রদলের সাবেক  আহবায়ক  ইয়াসিন মাহমুদ,সদস্য সচিব খাইরুল বাশার রনি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,তাঁতীদল,মহিলা দল,জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।