জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার (৮ নভেম্বর) আলোচনা সভা আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি ফ্লোরিডা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন , যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সহ-সভাপতি হারুনার রশীদ।

সভায় আরও উপস্থিত ছিলেন ফ্লোরিডা বিএনপির সিনিয়র সদস্য মোঃ মাসুদ,আলী হোসেন আশিক, আবদুর রাকিব, কামরুল হোসেন, ফাহিম হোসেন, মো শামীম, কাজল, মিথেল, খোরশেদ আলম,সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।

এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন কমিশনকেও গণভোটের প্রচারে মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মোদির সীমান্তরক্ষীরা বুলেটের ভাষা বুঝে: রাশেদ প্রধান