January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 21st, 2022, 7:46 pm

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত পরীক্ষার সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে করোনা নিয়ন্ত্রণে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে দেশের সার্বিক কার্যক্রম এবং জনগণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার সকালে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

–ইউএনবি