ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল আজ বৃহস্পতিবার ঘোষিত হতে যাচ্ছে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার গতকাল বিকেলে তাঁর এই ভাষণ রেকর্ড করেছে।
বুধবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের বৈঠক এবং কমিশনের জরুরি আলোচনার পর তপশিল ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেওয়াজ অনুযায়ী, গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। এ সময় তাঁরা জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিলসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি তাঁদের নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও ইসি সচিব জানান।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, তপশিলের মধ্যে নির্বাচনের তারিখসহ বিস্তারিত সময়সূচি থাকবে। ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ৮ বা ১২ ফেব্রুয়ারি।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
বুধবার সকাল থেকেই নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা ১১টার দিকে সিইসি ও চার কমিশনার বৈঠকে বসেন এবং পরে দুপুর ১২টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার আলোচনায় কমিশনারদের সঙ্গে ছিলেন ইসি সচিব আখতার আহমেদ। রাষ্ট্রপতির পক্ষে বৈঠকে অংশ নেন তাঁর কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন ও সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। দুপুর ২টার দিকে বৈঠক শেষে কমিশন সদস্যরা বের হলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
সিইসির ভাষণ রেকর্ড
বঙ্গভবন থেকে ফিরে কমিশন আবার বৈঠকে বসে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এরপর বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হয়। বৈঠক শেষে একাধিক কমিশনার ও পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, সদস্য সংখ্যা, ব্যালট পেপারের নকশা, রং এবং পোস্টাল ব্যালট পৌঁছানোর পদ্ধতি— এসব বিষয়ে রাষ্ট্রপতিকে হালনাগাদ অবহিত করা হয়েছে।
তপশিল ঘোষণার পর নিষেধাজ্ঞা
এদিকে তপশিল ঘোষণার পর অনুমোদনহীন সমাবেশ, মিছিল বা যেকোনো বেআইনি কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার ডিএমপি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় অবৈধ কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না: তারেক রহমান
হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ